কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার অভিযোগ করেছেন বিজেপি-আরএসএসকে দেশের সমস্ত প্রতিষ্ঠান দখল করেছে এবং দাবি করেছেন যে মিডিয়া, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগের উপর "চাপ" রয়েছে। রাহুল গান্ধী বলেন, দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করছে বিজেপি-আরএসএস। নির্বাচন কমিশনের পাশাপাশি বিচারবিভাগের ওপরেও চাপ তৈরি করছে সঙ্ঘ পরিবার। এদিন পাঞ্জাবের হোসিয়ারপুরে ভারত জোড়ো যাত্রা’র ফাঁকে সাংবাদিক তিনি অভিযোগ করে বলেন, ‘‘ সংবাদমাধ্যম, আমলাতন্ত্রের ওপরেও চাপ তৈরি করা হচ্ছে।’’
তিনি বলেন, চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন, বিচারবিভাগের ওপরেও।’’ সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম প্রসঙ্গে রাহুলের ব্যাখ্যা, ‘‘এটি কোনও একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের লড়াই নয়। ভারতের সাংবিধানিক কাঠামো রক্ষার লড়াই।
বিজেপি সাংসদ বরুণ গান্ধী কি কংগ্রেসে যোগ দেবেন? মোদী সরকারের বিভিন্ন নীতিতে সমালোচনা করার বরুণকে নিয়ে এই আলোচনা রয়েছে। এদিন রাহুলকে এই প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘ওঁর সঙ্গে দেখা করে ওঁকে বুকে টেনে নিতে পারি। কিন্তু ওঁর মতাদর্শ মানতে পারব না। এটা অসম্ভব।’’ এরপরেই তিনি বরুণের পদযাত্রায় অংশ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে বলেন, ‘‘ও এখন বিজেপি-তে আছে। ফলে ও সমস্যায় পড়বে।’’
Comments :0