কংগ্রেস নেতা রাহুল গান্ধী লন্ডনে ভারতের পক্ষে অপমানজনক মন্তব্য করেছেন। এই অভিযোগ তুলে সংসদে গোলমাল পাকালো সরকার পক্ষ। বেলা ২ টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে লোসকভার অধিবেশন।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজে বিবৃতি দেন লোকসভায়। অধ্যক্ষের কাছে আবেদনে তিনি বলেন, ‘‘রাহুল গান্ধী, যিনি লোকসভার সদস্য, লন্ডনে ভারতকে অপমান করেছেন। তাঁকে লোকসভায় ক্ষমা চাইতে হবে।’’
কংগ্রেস এবং বিরোধী বিভিন্ন দলের সাংসদরাই এই বক্তব্যের প্রতিবাদ জানান। তুমুল হট্টগোলে পণ্ড হয়ে যায় অধিবেশন।
সোমবার শুরু হয়েছে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। বিরোধী নেতারা এদিন বৈঠক করেন রাজ্যসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের কক্ষে। বেকারি, মূল্যবৃদ্ধির পাশাপাশি আদানি গোষ্ঠীর অবৈধ লেনদেন নিয়ে সরকারের জবাবদিহির দাবি তোলার সিদ্ধান্ত নেন তাঁরা।
এর আগে খারগের সঙ্গে বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস।
Comments :0