কলকাতা থেকে ওড়িশা গামী যাত্রীবাহি চলন্ত বাসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই অবস্থায় ছুটতে থাকে বাস।
বম্বে রোড়ে পশ্চিম মেদিনীপুরের মাদপুরে ভয়াবহ এই কাণ্ড ঘটেছে।
৬০-৭০ জন যাত্রী সহ ছাদ ভর্তি মালপত্র ছিল।
৬ নম্বর জাতীয় সড়ক বোম্বে রোডের পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর এ এমন ঘটনা। দমকল পৌঁছে উদ্ধার শুরু হয়েছে।
জ্বলন্ত বাসের থেকে জানালা দিয়ে ঝাঁপ দেন যাত্রীরা প্রান বাঁচাতে। দুটি দমকল মেদিনীপুর শহর থেকে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ হয়ে ওঠে।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও খড়্গপুর মহকুমা হাসপাতালে চুড়ান্ত তৎপরতা শুরু হয়েছে।
৫-৬ জন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও প্রায় ৪০ জন যাত্রীকে হাসপাতালে আনতে অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে।
প্রাথমিক অনুমান ইঞ্জিনে প্রথমে আগুন লাগে। সেখান থেকে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। চলন্ত বাসকে জাতীয় সড়কের উপর কোনো ক্রমে দাঁড় করিয়ে চালক ঝাঁপ দেন।
রাত ১০টা ২৫ মিনিটে এই ঘটনা। জাতীয় সড়কের খড়্গপুর গামী তিনটি লেনই বন্ধ। সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছ গভীর রাতেও।
Comments :0