MAHAMICHHIL CITU

৫ এপ্রিলের প্রচারে বারাকপুর-খড়দহ মহামিছিল

রাজ্য জেলা

MAHAMICHHIL CITU মহামিছিল সিআইটিইউ’র।

দিল্লিতে সংসদ অভিযানের সমর্থনে মহামিছিল হয়েছে বারাকপুর থেকে খড়দহে। শনিবার সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে হয়েছে এই মিছিল। 

আগামী ৫ এপ্রিল  সিআইটিইউ, কৃষক সভা, সারাভারত খেতমজুর ইউনিয়নের ডাকে দিল্লিতে সংসদ অভিযান। সারা দেশ থেকে যোগ দেবেন শ্রমিক, কৃষক, খেতমজুররা। 

এদিন মহা মিছিলের দাবি ওঠে নতুন শ্রম আইন বাতিল, ২০২২’র বিদ্যুৎ বিল বাতিল, কৃষি আইন বাতিলের। কৃষকদের ঋণ মকুবের দাবি ওঠে মিছিলে। প্রায় ৮ কিলোমিটার পথ পার হয়েছে এই মিছিল। 

বারাকপুরের এম্পরিয়াম জুট মিল গেট থেকে শুরু হয়ে খরদহ ইলেক্ট্রো স্টিলের এসে এই মহামিছিল শেষ হয়। 

মহা মিছিল শুরুর আগে এম্পোরিয়াল জুট মিলের গেটে একটি সভা হয়। ইলেকট্রো স্টিলের গেটেও সংক্ষিপ্ত সভা হয়। 

এই মহামিছিলে অংশ নেন সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জি, ঝন্টু মজুমদার প্রমুখ। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন