CPIM RALLY IN Pingla

তৃণমূলের হুমকি উড়িয়ে পিংলায় লাল ঝান্ডার স্রোত

রাজ্য

CPIM Rally Pingla

চিন্ময় কর


মাওবাদীরা সিপিআই(এম)'র অনেক কর্মী নেতৃত্বকে খুন করেও সিপিআই(এম)কে শেষ করতে পারেনি। তার তাদের সহযোগীদেরও বলি এই ভাবে সন্ত্রাস,  মারধর রক্তাক্ত করেও সিপিআই(এম)কে দমিয়ে রাখা যাবে না। এখন তৃণমূল তৃণমূলকে খুন করছে, পুড়িয়ে মারছে ভাগ বাঁটরার দ্বন্দ্বে। সাধারণ মানুষ আজ তৃণমূলকে চোর বলে ডাকে তাদের কৃতকর্মের জন্য। এরপর সিপিআই(এম)'র ডাকে যেদিন জনরোষ আছড়ে পড়বে সেদিন তৃণমূলের মস্তান বাহিনী কোথায় লুকাবেন আস্তানা খঁজে পাবেন না। কারণ তখন তৃণমূলের কোনো নেতাকে কাছে পাবেন না, এখন যেমন তৃণমূলের জেলে থাকা নেতা মন্ত্রীদের কাছে কেউ নেই। রবিবার তীব্র ভাষায় তৃণমূলকে হুঁশিয়ারী দিলেন পার্টির জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।

এদিনের এই সমাবেশকে বানচাল করতে তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে সারা পিংলা ব্লকের প্রতিটি বুথে তৃণমূল মদত পুষ্ট দূষ্কৃতিদের জড়ো করে বাইক বাহিনী সহযোগে হুমকি হামলা চালায়। গত শুক্রবার সন্ধ্যায় পার্টির এরিয়া কমিটির সদস্যা রীনা বিবির বাড়িতে হামলা শীলতাহানি সহ খুনের চেষ্টা করা হয়। রক্তাক্ত হয় চার জন সংখ্যালঘু মহিলা সহ মোট ১০ জন। পুলিশ আক্রমণ কারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে আক্রান্তদের গ্রেপ্তারের হুমকি দিয়ে থানা অভিযোগ না নিয়ে থানা থেকে ফেরত পাঠিয়ে দায়িত্ব পালন করে। গত দিন ধরে এমনকি এদিনো সমাবেশে যাতে মানুষ অংশ গ্রহন না করতে পারে গ্রামে গ্রামে হুমকি সহ রাস্তায় নজরদারি সহ ব্যারিকেট চালায় তৃনমুল। সমস্ত ধরনের যানবাহন ভাড়া দিতে না বলে হুলিয়া জারি করে। পুলিশ নীরব। এই ঘটনার তীব্র সমালোচনা করে সুশান্ত ঘোষ বলেন। হিম্মত থাকলে পুলিশকে নিরপেক্ষ রেখে ময়দানে আসুক তৃণমূল।  তবে বুঝবো বুকের পাটা আছে।

এদিন অধিকার আদায়ের শপথ নিয়ে ভিন্ন রাস্তা ধরে দূরপথে এই সমাবেশে সামিল হয়েছেন বহু মানুষ। 
এই সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য গীতা হাঁসদা, কৌস্তব চ্যাটার্জী, পার্টি নেতা তন্ময় ভট্টাচার্য,  জেলা পার্টির নেতা গোপাল প্রামানিক।

বক্তারা বলেন, তৃণমূল যদি এতই উন্নয়ন করে থাকে তাহলে ওদের কথায় একটা শূন্য পাওয়া দলকে এত ভয় কেন? সিপিআই(এম)’র সমাবেশ বানচাল করতে হামলা সন্ত্রাস করতে হচ্ছে কেন? আসলে সাধারণ মানুষ এখন তৃণমূলকে ঘৃণা করে, চোর বলে প্রকাশ্যে ডাকে। সাগরদিঘির দিঘিতে তৃণমূলকে ডুবিয়েছেন ওখানকার সাধারণ মানুষ। এবার বাংলার মানুষ তৃণমূলকে সাগরে ডুবিয়ে চোর কাটমানিখোর দুর্নীতিবাজ ডাকাতদের চিরতরে তাড়াবে।

Comments :0

Login to leave a comment