কাকদ্বীপে সিপিআই(এম) সমর্থক কমরেড দেবপ্রসাদ দাস ও ঊষারানী দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে বুধবার মিছিল হলো কাকদ্বীপ শহরে। পার্টির কাকদ্বীপ এরিয়া কমিটির আহ্বানে কিষান ভবন থেকে মিছিল শুরু হয়, শেষ হয় কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে।
২০১৮ সালের ১৩ মে পঞ্চায়েত ভোটের আগের দিন রাতে কাকদ্বীপের বুধাখালি গ্রামে বাড়ির মধ্যে কমরেড দেবপ্রসাদ দাস ও কমরেড ঊষারানি দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। নৃশংস, বর্বরোচিত এই ঘটনাকে বৈদ্যুতিক তার ছিঁড়ে মৃত্যুর ঘটনা বলে মন্তব্য করেন তৎকালীন এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা। এই জোড়া খুনের ঘটনায় পুলিশি তদন্ত খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানথা সিট গঠনের নির্দেশ দিয়েছেন।
আইপিএস অফিসার দময়ন্তী সেন’র নেতৃত্বে সিট গঠন করে স্বাধীনভাবে তদন্ত ও আদালতে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মানথা। এদিন প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে।
Comments :0