এবার এনআরসি চালুর পক্ষেই সওয়াল করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি বলেছেন, কেন্দ্রের অনুমোদন পেলে মণিপুরে এনআরসি চালু হবে। রাজ্যে ‘বহিরাগত’ চিহ্নিত করতে কমিশন আগেই গড়েছে বিজেপি সরকার।
এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি ঘিরেই আসামে মুসলিম বিরোধী জিগির তুলেছিল বিজেপি। প্রতিরোধে পিছু হটে সারা দেশে এনআরসি চালু করতে পারেনি বিজেপি সরকার।
শুক্রবার মণিপুরের ইম্ফলে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্য সরকার একা এনআরসি চালু করতে পারে না, এর জন্য কেন্দ্রের অনুমোদন প্রয়োজন’। মণিপুরে রাজ্য জনসংখ্যা কমিশন বহিরাগতদের চিহ্নিত করবে।’’
সিং বলেছেন, ‘‘এই কমিশন এবার বাড়ি বাড়ি গিয়ে বহিরাগতদের চিহ্নিত করার কাজ শুরু করবে। তবে বার্মা সীমান্ত পার হয়ে আসা অংশের বিষয়টি আলাদা করে বিবেচনা করা হবে।’’
Comments :0