‘সিজার লিস্ট’ প্রকাশ করলে বিজেপি’কে হাসহাসি হবে। ইডি’র তল্লাশি ঘিরে রবিবার প্রতিক্রিয়ায় এই ভাষাতেই পালটা আক্রমণে নামলেন তেজস্বী যাদব। তাঁর দাবি দুর্নীতির তদন্তের নামে কেন্দ্রের বিজেপি সরকার গুজব ছড়াচ্ছে।
আরজেডি নেতা এবং বিহারের উপ মুখ্যমন্ত্রী যাদবের দাবি, ৬০০ কোটি টাকা অবৈধ লেনদেনের নথি পাওয়ার দাবি ভিত্তিহীন। এর আগে ‘চাকরির বিনিময়ে হোটেল’ হাতানোর অভিযোগের কী হলো, সেই প্রশ্নও তুলেছেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র।
গত শুক্রবার দিল্লিতে তেজস্বী যাদবের আবাসভবনে তল্লাশি চালায় ইডি। তল্লাশি করা হব তাঁর পরিবারের ঘনিষ্ঠদের বাড়িতে। আরএজেডি’র নেদাের একাংশও এনফোর্সমেন্ট বিভাগ বা ইডি’র তল্লাশির মুখে পড়েন। শনিবার বিবৃতি দিয়ে ইডি দাবি করে যে তেজস্বীর বাড়ি থেকে নগদে ১ কোটি টাকা মিলেছে। এই টাকা বেহিসেবি। আরও ৬০০ কোটি টাকা লেনদেনের নথি মিলেছে। ইডি’র অভিযোগ, রেলমন্ত্রী থাকার সময় চাকরির বিনিময়ে জমি নিয়েছিলেন লালুপ্রসাদ যাদব। বিপুল দাম এখন সেই সম্পত্তির। বেনামে তা হস্তান্তর করাও হয়েছে।
তেজস্বী টুইটাারে বলেছেন, ‘সিজার লিস্ট’ বা বাজেয়াপ্ত মালের তালিকা প্রকাশ করে দিলে বিজেপি‘কে নিয়ে হাসাহাসি হবে। এর আগে ৮ হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছিল। তখনও লালুপ্রসাদ যাদবের রেলমন্ত্রী থাকার মেয়াদে অবৈধ লেনদেনের অভিযোগ তোলা হয়। সেই তদন্তের কী হলো? তেজস্বীর মন্তব্য, সূত্রের খবর বলে বিজেপি সরকার গুজব ছড়াচ্ছে। আগের অভিযোগ নিয়ে তদন্তের পরিণাম কী হলো সে ব্যাখ্যা দিতে বলা হোক ভুয়ো প্রচারের মাথাদের।
অপর কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে লালুপ্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবীকেও।
Comments :0