Coal Mine Worker Died

ইসিএল খনিতে ডাম্পারে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

রাজ্য

Coal Mine Worker Died

সোমবার নাইটশিফ্‌টে ইসিএলের গৌরান্ডী কয়লা খনিতে কর্মরত অবস্থায় এক ডাম্পার অপারেটরের মৃত্যু হয়। মৃতের নামপ্রদীপ বাউরি ( ৫২)। বাড়ি খনি সংলগ্ন সরিষাতলি গ্রামে। রাত দু’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কোল ডাম্পিংইয়ার্ডে। খুবই অপ্রশস্থ এলাকায় ডাম্পিংইয়ার্ড। রাস্তার ধারে ডাম্পার দাঁড় করিয়ে তিনি প্রস্রাব করার জন্য নেমেছিলেন। ৬০ টন কয়লা বোঝাই একটি বিশাল হোলপ্যাকডাম্পার তাকে পিষে দেয়। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ঘটনায় খনিতে বিক্ষোভ ছড়ায়। সিআইটিইউ নেতা প্রভাত রায় খনিতে গিয়েছিলেন। সিআইটিইউ সহ সমস্ত শ্রমিক সংগঠন বিক্ষোভে সোচ্চার হয়। কর্তৃপক্ষ মৃতের পুত্রকে নিয়োগ দিয়েছে। পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি আদায় করেছে শ্রমিক সংগঠনগুলি। কোল ইয়ার্ডে জোরালো আলো নেই। রাস্তা খুবই সঙ্কীর্ণ। ধুলো এবং ধোঁয়ায় ঢাকা থাকে কোল ইয়ার্ড। কোল ইয়ার্ডের সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি।
 

Comments :0

Login to leave a comment