ওয়েলসকে ৪-২ গোলে হারালো ভারত। হকি বিশ্বকাপে পুল ডি’তে ভারত রইল দুই নম্বরে।
মিডফিল্ডার শামসের সিং, আকাশদীপ সিং ২টি এবং অধিনায়ক হরমনপ্রীত সিং গোল করেন ভারতের পক্ষে।
পরের ম্যাচে ভারত ক্রসওভার ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। পুল সি’তে তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। কোয়ার্টার ফাইনালে উঠবে কে ঠিক করবে সেই ম্যাচ।
বৃহস্পতিবারই হকি বিশ্বকাপে ইংল্যান্ড ৪-০ গোলে হারিয়েছে স্পেনকে। পুল ডি’তে এক নম্বরে পৌঁছানোয় ইংল্যান্ড সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছে।
২০২৩’র হকি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী চার পুলের শীর্ষে থাকা চার দল সরাসরি পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় এবং তৃতীয় দলগুলির মধ্যে ক্রসওভার ম্যাচ হবে। তার থেকে বেছে নেওয়া হবে বাকি চারটি দলকে।
ইংল্যান্ড এবং ভারতের পয়েন্ট সমান। তবে গোল পার্থক্যে এগিয়ে ইংল্যান্ড।
Comments :0