শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানের মানবাধিকার সংগঠন নিহন হিদানকিও। শুক্রবার শান্তিতে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টায় সফল হওয়ার জন্য এই পুরস্কার। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু অস্ত্রের প্রকোপ থেকে যেসব মানুষ বেঁচে গিয়েছেন তাঁদের নিয়ে তৃণমূল স্তরে আন্দোলনে প্রসিদ্ধ এই সংগঠন প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে। এদিন নোবেল কমিটি জানিয়েছে, পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা যে উচিত নয়, সেটি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য এই পুরস্কার। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে যে ভূমিকা নিহন হিদানকিও রেখে চলেছে, তার স্বীকৃতি হিসেবেই ২০২৪ সালে সংগঠনকে শান্তির নোবেল দেওয়া হচ্ছে। এই বছর শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থীর নাম মনোনিত হয়েছে, রয়েছে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থার নাম।
২০২৩ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানের নার্গিস মোহাম্মাদি। ইরানি নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
Comments :0