ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের শেষে দুর্দান্ত পারফরমেন্স করল ভারত। হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে অধিনায়কোচিত ভঙ্গিতেই খেললেন শুভমন গিল। ১৭৫ বল খেলে করলেন ১২৭ রান। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতের ওপেনিং জুটির যশস্বী ১৫৮ বল খেলে করেন ১০১ এবং কেএল রাহুল ৭৮ বল খেলে করেন ৪২ রান। বেন স্টোকসের বলে ০ রানে আউট হন সাই সুদর্শন। অধিনায়িক গিলের ১৭৫ রানের ইনিংসে তাকে যোগ্য সহায়তা করেন ঋষভ পন্থ । ১০২ বল খেলে তিনি করেন ৬৫ রান। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের হয়ে ক্রিজে আপাতত রয়েছে গিল ও পন্থের অধিনায়ক জুটি।
India vs England Test Series
প্রথম দিনের শেষে ভারতের রান ৩৫৯
 ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ
                                    ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0