এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দিনহাটা থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করলো পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা গেছে, গত ১৪ জুন ভোরবেলা পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ধর্মবরেরকুঠি এলাকার এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটে। এরপর ওইদিনই বিকেলে তুফানগঞ্জ থানার দেওচড়াই এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুন্ডিবাড়ি থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিন তিন অভিযুক্তকে আদালতে পাঠানো হলে আদালত আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এরপর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে পুন্ডিবাড়ি থানার পুলিশ দিনহাটার পুঁটিমারী ১ নং গ্ৰাম পঞ্চায়েতের আনন্দ বর্মন নামে এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে। এই গ্ৰেপ্তারের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Dinhata
ব্যবসায়ীকে অপহরণ, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

×
Comments :0