ED KAVITA

ইডি’র তলবে সাড়া দিলেন না কবিতা

জাতীয়

ইডি’র দপ্তরে হাজিরা দিলেন না ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে ইডি’র বিপক্ষে মামলা দায়ের করেছেন কবিতা। 

নিজে হাজির না হলেও ইডি দপ্তরে নথিপত্র পাঠিয়েছেন বিআরএস নেত্রী। তবে ইডি কেবল এই নথিপত্রে সন্তুষ্ট হবে না বলেই জানা গিয়েছে। 

এদিন সুপ্রিম কোর্টে জবিতার আইনজীবী বলেছেন, একজন মহিলাকে ডাকার ক্ষেত্রে বিধি রয়েছে। সে বিধি মানছে না ইডি। কেন্দ্রীয় এই বিভাগের উচিত কবিতার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা। 

ইডি’র অভিযোগ, দিল্লিতে আপ সরকারের আবগারি নীতির বেনিয়মে জড়িত কবিতাও। এই নীতিতেই দিল্লিতে মদের দোকানের মালিকান প্রথম বেসরকারি হাতে দেওয়া হয়েছিল। এমন একটি সংস্থায় অংশীদারিত্ব রয়েছে কবিতার। অর্থের বিনিময়ে লাইসেন্স দেওয়ার অভিযোগে এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও গ্রেপ্তার করেছে ইডি।

Comments :0

Login to leave a comment