Kiren Rijiju loses law ministry

আইন মন্ত্রক থেকে সরানো হল কিরেন রিজিজুকে

জাতীয়

মোদি সরকারের মন্ত্রিসভায় রদবদল। আইন মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হল কিরেন রিজিজুকে। তাকে সরিয়ে অর্জুন রাম মেঘওয়ালকে মন্ত্রী করা হল। রিজিজুকে, ভূ-বিজ্ঞানের  মন্ত্রণাকের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, মেঘওয়াল, একজন প্রাক্তন আইএএস অফিসার, তার বর্তমান দায়িত্বগুলির পাশাপাশি আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।

Comments :0

Login to leave a comment