দৃঢ় বন্ধুত্বের অঙ্গীকার করে ব্রাজিলকে চিঠি পাঠিয়েছে চীন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠালেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা। জানুয়ারিতে সরকারিভাবে রাষ্ট্রপতি পদে আসীন হবেন নির্বাচনে জয়ী লুলা। তার আগে চীনের সঙ্গে সৌহার্দ্যের বার্তা বিনিময়ের প্রসঙ্গ তিনি জানালেন সংবাদমাধ্যমে।
লুলা বলেছেন, ‘‘বন্ধুত্ব এবং পারস্পরিক অংশীদারিত্বের অঙ্গীকার করেছেন শি। তাঁকে ধন্যবাদ। চীনকে ধন্যবাদ। ব্রাজিলের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী সম্পর্ককে গভীর করার বার্তা দিয়েছেন শি। এই অবস্থান স্বাগত।’’
লাতিন আমেরিকার এই দেশে রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন উগ্র দক্ষিণপন্থী জেয়ার বোলসোনেরো। সেই সময়ে চীনের সঙ্গে সম্পর্ক হোঁচট খেয়েছে বারেবারে। বোলসোনেরোর মন্ত্রীরা চীনের বিরুদ্ধে মুখ খুলেছেন বারেবারে। তাঁর সমর্থকরা উগ্র চীন বিদ্বেষও দেখিয়েছেন। কোভিড ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করা হয়েছে চীনকে। ঠিক সেই সুরে, যে সুর তুলেছিলেন সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
সেই অবস্থান থেকে সরছে ব্রাজিল, স্পষ্ট করলেন লুলা।
Comments :0