একজোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল গণতান্ত্রিক কোরিয়া। রবিবার উৎক্ষেপণ ঘিরে আন্তর্জাতিক মহলে আলোড়ন তৈরি হয়। জাপানের নতুন প্রতিরক্ষা নীতির প্রতিবাদেই পিয়ঙইয়াঙের এমন কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
দুটি ক্ষেপণাস্ত্রই পরমাণু অস্ত্রবহনে সক্ষম। দিন দু’য়েক আগেই আন্ত-মহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নির্মাণে বড় সাফল্যের দাবি জানায় সমাজতান্ত্রিক দেশটি। তৈরির পরে ওই ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে। রবিবার দেশের উত্তর পশ্চিমের তঙচাঙগ্রী উৎক্ষেপণ কেন্দ্র থেকে ফুকগুকসঙ-২ শ্রেণির অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। প্রায় ৫০০ কিলোমিটার পাড়ি দেওয়ার পরে ক্ষেপণাস্ত্রটি কোরিও উপদ্বীপ এবং জাপানের মাঝে সমুদ্রে পড়ে। রবিবার গণতান্ত্রিক কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জাপান এবং দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকেও জানানো হয়।
সিওলে রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে, গণতান্ত্রিক কোরিয়ার সামরিক তৎপরতার জন্য জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে ত্রিপাক্ষিক সহযোগিতার বাড়াবে বলে জানান হয়েছে।
Comments :0