রবিবার ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ৯৬ রানে এগিয়ে ভারত। প্রথম ইনিংসে ৪৬৫ তে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। বুমরাহ নেন মোট ৫টি উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণ নেন ৩টি এবং সিরাজ দুটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাহুল করেন ৪৭ এবং সুদর্শন ৩০ রান। বর্তমানে ক্রিজে রয়েছেন যশ্ববী। তার রান ৪ এবং শুভমন গিলের রান ৬ ।
India vs England Test Series
তৃতীয় দিনের শেষে ৯৬রানে এগিয়ে ভারত
 ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ
                                    ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0