MAMATA BANERJEE

বাড়িতে আহত হলেন মমতা ব্যানার্জি

রাজ্য

MAMATA BANERJEE এসএসকেএমে চিকিৎসার পরে বাড়ি ফিরেছেন মমতা ব্যানার্জি। ছবিঃ প্রতিকী।

কপালে আঘাত পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ কপালে আঘাত নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে মমতা ব্যানার্জির আঘাতের ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে, কপালের ঠিক মাঝখানে ক্ষত রয়েছে তাঁর। 

তৃণমূল সূত্রে খবর, নিজের বাড়িতে চোট পান মমতা ব্যানার্জি। যদিও ঠিক কিভাবে তিনি আহত হলেন, তা এখনও স্পষ্ট নয়। এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড গড়ে তাঁর চিকিৎসা শুরু হয়। সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেন চিকিৎসকরা। রাত ১০টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিরে গিয়েছেন। 

Comments :0

Login to leave a comment