INZAMAM UL HAQUE

পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম

খেলা

প্রধান নির্বাচক থাকছেন না ইনজামাম উল হক। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক প্রধান নির্বাচকের পদ ছাড়ার চিঠি দিয়েছিলেন আগেই। বৃহস্পতিবার পদত্যাগপত্র গ্রহণের খবর জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তান উঠবে কিনা এখনও স্পষ্ট নয়। সম্ভাবনা ক্ষীণ হলেও আশা জাগিয়ে রেখেছেন বাবর আজমরা। শুক্রবার দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ। পরেরদিনই ইংল্যান্ডের সঙ্গে খেলবে পাকিস্তান। এই ম্যাচের পর স্পষ্ট হবে পাকিস্তান সেমি ফাইনালে খেলছে কিনা। অনিশ্চয়তার মধ্যেই ইনজামাম সরে গেলেন। 

৩০ সেপ্টেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন ইনজামাম। বিবাদ একটি বেসরকারি সংস্থা ইয়াজু ইন্টারন্যাশনালকে ঘিরে। এই সংস্থা পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের একাধিক খেলোয়াড়ের বিভিন্ন বিষয় দেখার দায়িত্ব। আবার এই সংস্থার সঙ্গে ইনজামামের যোগাযোগ ঘিরে প্রশ্ন ওঠে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তদন্তের সিদ্ধান্ত নেয়। এর পরই সরে দাঁড়ালেন ইনজামাম উল হক। 

Comments :0

Login to leave a comment