PM COVID MEET

কোভিড: প্রধানমন্ত্রীর বৈঠকে জোর পরীক্ষায়

জাতীয়

শ্বাসকষ্ট এবং জ্বরের রুগীদের পরীক্ষায় জোর দিলেন প্রধানমন্ত্রী। বুধবার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন নরেন্দ্র মোদ। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় প্রস্তুতি ব্যাখ্যা করা হয়েছে প্রধানমন্ত্রীকে। 

গত দু’সপ্তাহ দেশে বেড়েছে কোভিড রোগীর সংখ্যা। ২২ মার্চ পর্যন্ত সপ্তাহে দিনে গড়ে ৮৮৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। পজিটিভিটি রেট ০.৯৮ শতাংশ। 

এদিন বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বিশদে তথ্য পেশ করেছেন। সরকারি ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী হাসপাতালগুলিকে প্রস্তুতি খতিয়ে দেখতে মক ড্রিল করার পরামর্শ দিয়েছেন। আক্রান্তদের জেনোম পরীক্ষা বাড়াতে জোর দিয়েছেন। 

সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা ‘সারি’ রোগীদের পরীক্ষায় বিশেষ জোর দেওয়ার নির্দেশিকা দিতে চলেছে স্বাস্থ্য মন্ত্রক। গুরুতর শ্বাসকষ্টের ক্ষেত্রে জেনোম পরীক্ষাতেও জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। 

এর আগে ২২ ডিসেম্বর উচ্চপর্যায়ের বৈঠক করেছিল কেন্দ্র। মাস্ক ব্যবহারে জোর দেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী, জানাচ্ছে কেন্দ্রীয় তথ্য মন্ত্রক।

Comments :0

Login to leave a comment