POETRY — ANJU BANU — DYITA SAKASHE — MUKTADHARA — 16 APRIL 2025, 2nd YEAR

কবিতা — আনজু বানু — দয়িত-সকাশে — মুক্তধারা — ১৬ এপ্রিল ২০২৫, বর্ষ ২

সাহিত্যের পাতা

POETRY  ANJU BANU  DYITA SAKASHE  MUKTADHARA  16 APRIL 2025 2nd YEAR

কবিতামুক্তধারা

দয়িত-সকাশে

আনজু বানু

 

শব্দহীন সকালগুলি ঘিরে থাকে অন্তর-প্রভাসে
আশির্বাণী ভেসে ভেসে আসে 
পুবালি-বাতাসে
সৈকত ছেড়ে যখন নদীভাঙে
বুকের-কিনারে
বসন্ত রং এসে ঘাঁটি গাড়ে 
মনের-মিনারে 
নতজানু অঞ্জলি তুলে ধরি
দয়িত-সকাশে।

Comments :0

Login to leave a comment