কবিতা — মুক্তধারা
নতুন বছর , কোথায় রাখবে তোমার পা
অপূর্ব কোলে
পুরনো ঘরে লেগে আছে
জমাট বাঁধা রক্ত
চারদিকে থিক থিক করছে পোকা
কিলবিল করছে কেন্নোর দল
কোথায় রাখব সন্তানের পা ?
নতুন বছর, তোমার কি না এলেই নয়!
তোমার পায়ে আলতা নয়,
রক্ত আর পাঁক লেগে যাবে
সেই ভেবে আজ আমি তোমাকে
কিছুতেই স্বাগতম্ জানাতে পারছি না
Comments :0