PARLIAMENT ADJOURNED

চতুর্থ দিনেও সংসদ অচল

জাতীয়

চারদিনেও স্বাভাবিক হলো না সংসদ। বৃহস্পতিবারও মুলতুবি হয়ে গিয়েছে সংসদের দুই কক্ষেরই অধিবেশন। আদানি কাণ্ডে তদন্ত তো দূর, এমনকি সংসদীয় বিধি মেনে আলোচনায় রাজি নয় সরকার। 

সংসদীয় অধিবেশন চালানোর দায়িত্ব থাকে সরকারেরই। দেখা যাচ্ছে তার বদলে সরকারই অধিবেশন ভণ্ডুল করতে বেশি আগ্রহী। 

এদিনও সরকারপক্ষ রাহুল গান্ধীর লন্ডন-ভাষণ নিয়ে শোরগোল করতে বেশি আগ্রহী ছিল। 

দুপুর দুটো থেকে শুরু হওয়ার কথা অধিবেশন। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।

Comments :0

Login to leave a comment