POSTAL EMPLOYEES

যোগাযোগ ভবনে ডাক কমর্চারীদের বিক্ষোভ

কলকাতা

POSTAL EMPLOYEES

 ডাক বিভাগের শিয়ালদহ রেলওয়ে মেল সার্ভিসের একটি দপ্তর বন্ধের নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন ডাককর্মীরা। মঙ্গলবার ডাককর্মী সংগঠন এনএফপিই’র ডাকে ব্যাপক বিক্ষোভ হয় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর যোগাযোগ ভবনে। 

এনএফপিই’র নেতৃবৃন্দ বলেছেন, কলকাতা আরএমএসে একটি অফিস অবৈজ্ঞানিকভাবে আন্দামানে খোলার বিরুদ্ধেও সরব হয়েছেন ডাককর্মীরা। আরএমএস’র হাওড়া ও শিয়ালদহ দপ্তর দু’টি এয়ারপোর্ট আরএমএস দপ্তরের সঙ্গে সংযুক্ত করার বিরোধিতাও করা হয়েছে। ডাকবিভাগের অনিয়মিত কর্মীদের তিন মাস ধরে বন্ধ হয়ে যাওয়া বেতন দেওয়ার দাবিও উঠেছে এনএফপিই পোস্টাল কো-অর্ডিনেশন কমিটির ডাকে এই বিক্ষোভ সমাবেশে। 

বিক্ষোভের পূর্বে এক সুবিশাল মিছিল যোগাযোগ ভবনের বিভিন্ন অংশ পরিক্রমা করে। বিক্ষোভ সমাবেশে এনএফপিই’র সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃবৃন্দ শান্তনু নন্দী, তপন ভৌমিক, অসিত বঙ্গবাস। অসিত দাস, তরুণ পাঁজা বক্তব্য রাখেন। 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমীর ঘোষ। প্রায় তিন শতাধিক কর্মচারী যোগ দেন। উল্লেখযোগ্য সংখ্যায় ছিলেন মহিলা কর্মচারীরাও।

Comments :0

Login to leave a comment