মঞ্চে এখন গান। আবিল ছন্দে সংহতি কিউবাকে, সংহতি সমাজতান্ত্রিক কিউবার বিপ্লবকে।
শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অ্যালাইদা গুয়েভারা এবং এস্তোফানিয়া মাচিন গুয়েভারাকে এভাবেই স্বাগত জানাচ্ছে বাংলা। অনুষ্ঠান সঞ্চালনা করছেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং রঙ্গন চক্রবর্তী। কমলেশ্বর পাঠ করেছেন হোসে মার্তির কবিতা।
গান করছেন দেবদীপ মুখার্জি, অর্ক মুখার্জি। গান করছেন দুর্নিবার সাহা।
সম্বর্ধনা অনুষ্ঠানে আগেই পৌঁছেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু, রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকার। সারা ভারত শান্তি ও সংহতির পক্ষে অঞ্জন বেরা, বিনায়ক ভট্টাচার্য অন্যতম সংগঠক।
গানের সুরে এখন সেই অবিরত আলাপ, ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়।’ মুক্তিকামী জনতা তালে তাল মেলাচ্ছেন ‘গুয়ান্তেনামারো’-র ছন্দে।
অনুষ্ঠানে অংশ নিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। আগেই পৌঁছেছেন কেন্দ্রীয় কমিটির দুই সদস্য এবং ছাত্র আন্দোলনের প্রাক্তন দুই নেতা সুজন চক্রবর্তী ও শমীক লাহিড়ী।
Comments :0