সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে পাঁচজনের নাম সুপারিশ করল কলেজিয়াম। এঁদের মধ্যে তিন হাইকোর্টের প্রধান বিচারপতির পদে রয়েছেন তিনজন। বাকি দুইজন দুই হাইকোর্টের বিচারপতি।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম তার বৈঠকে এঁদের নামের তালিকা চূড়ান্ত করার পর কেন্দ্রের আইন মন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছে। এই তালিকায় রয়েছেন রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি আলসানউদ্দিন আমানুল্লা এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র।
কেন্দ্র এই বিচারপতিদের নামে সম্মতি জানালে রাষ্ট্রপতি এঁদের নিয়োগ করবেন শীর্ষ আদালতে। এই নিয়োগ সম্পূর্ণ হলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে হবে ৩৩। উল্লেখ্য, সর্বোচ্চ আদালতে মোট অনুমোদিত বিচারপতি পদের সংখ্যা ৩৪।
Comments :0