SUJAN CHAKRABORTY NANDIGRAM

বাংলাকে বেচে দেওয়া রুখতে লড়ছে
বামপন্থীরাই: নন্দীগ্রামে চক্রবর্তী

রাজ্য জেলা

পুরনো ছবি।

রাজ্যের সর্বত্র জমি কেলেঙ্কারি চলছে। গোটা রাজ্যটাকে বেচে দেওয়ার তাল করেছে তৃণমূল কংগ্রেস সরকার। বামপন্থীরাই লড়ছে। লড়াই চলবে, আইনি পথে এবং রাস্তায়। 

বৃহস্পতিবার নন্দীগ্রামে এ কথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন নন্দীগ্রামে পার্টির সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন তিনি। 

চক্রবর্তী বলেছেন, ‘‘নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এখন জমি দুর্নীতির কথা বলছেন। আলিপুর সেন্ট্রাল জেলের জমি প্রোমোটারকে দেওয়ার অভিযোগ তুলছেন। কিন্তু তিনি যখন তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন তখনও এ কাজ হয়েছে।’’ 

চক্রবর্তী বলেন, ‘‘বিধানসভায় বামপন্থীরা তুলেছে, মেট্রো ডেয়ারির জমি হাতবদল হয়েছে। কোষাগারের লোকসান হয়েছে। জমি বিক্রিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। তখন তিনি চুপ ছিলেন। বরাবর রাস্তায়, আদালতে লড়াই করে যাচ্ছে বামপন্থীরা। এই লড়াই চলবে।’’ 

শুভেন্দু অধিকারী আলিপুর জেলের পাঁচ একর বিক্রি করে কোষাগারের লোকসানের অভিযোগ তুলেছেন। চক্রবর্তী বলেছেন, ‘‘এই দুর্নীতি আরও অনেক বড় মাপের। একশো একর বিক্রি হয়েছে। বাহাত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারি।’’

কেবল জমি নয় রাজ্য সরকার এখন হাতে থাকা জলাশয় লিজে দেওয়ার দিকে এগচ্ছে। লিজে দেওয়ার বদলে পুরোপুরি বিক্রির জন্য জমি ‘ফ্রি হোল্ড’ করা হয়েছ। বুধবারই নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে উদ্দেশ্য তা থেকে রাজস্ব বাড়ানো। বণিকসভা এবং ব্যবসায়িক মহলকে তিনি বলেছেন, ‘‘আমরা পাহাড়, জঙ্গল, জল, ফরেস্ট নিয়ে একটা প্যাকেজ করে দেব।’’ 

চক্রবর্তী তীব্র নিন্দা করেছেন জল, জমি, চাকরি বিক্রির। সমালোচনা করেছেন সিভিক পুলিশ দিয়ে স্কুলে পড়ানোর নীতির। চক্রবর্তীর মন্তব্য, ‘‘তৃণমূলের নেতারা নিজের ছেলেমেয়েদের এসব স্কুলে পড়াবে? লুটের পয়সায় নিজেরা চলব আর গরিব, সাধারণ পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার দায়িত্ব নেব না- এ চলতে পারে না।’’ 

তৃণমূল সরকারের উদ্দেশ্য সম্পর্কে চক্রবর্তীর ব্যাখ্যা, ‘‘সাড়ে ছ লক্ষ শূন্যপদ রয়েছে সরকারি চাকরিতে। সেগুলি পূরণ করা হবে না। অস্থায়ী নিয়োগ হবে। সিভিল পুলিশের মতো এবার সিভিক শিক্ষক। সামান্য অর্থ বেতন দিয়ে কাজ চালানো হবে। স্থায়ী নিয়োগ হবে না।’’ 

তিনি বলেছেন, ‘‘সবার অধিকার লুট করছে এই সরকার। যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি লুট করছে। কর্মচারীদের ডিএ লুট করছে আবার রেগার কাজের মজুরিও লুট করছে তৃণমূল।’’ 

Comments :0

Login to leave a comment