TMC attack CPI(M) workers shop

যাদবপুরে সিপিআই(এম) কর্মীর দোকান ভাঙচুর বরো চেয়ারম্যানের বাহিনীর

রাজ্য কলকাতা

যাদবপুরের একাধিক এলাকায় গোষ্ঠী কোন্দলের কারণে জেরবার তৃণমূল। শাসক দলের নেতা কর্মীদের বিভিন্ন কাজের জন্য ক্ষিপ্ত সাধারণ মানুষজন। এর মধ্যে ফের সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়ছে সিপিআই(এম) কর্মী সমর্থকদের, যা আরও চাপ বাড়াচ্ছে শাসক দলের ওপরে। এই পরিস্থিতিতে বুধবার সকালে কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের পঞ্চান্নগ্রামে সিপিআই(এম)’র শাখা সম্পাদক অসীম বিশ্বাসের দোকান ভাঙচুর করলো ১২ বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষের বাইক বাহিনী। 


কলকাতা পৌরসভার নির্বাচনের পর থেকেই  ১০৭ কার দখলে থাকবে তা নিয়ে একাধিকবার বর্তমান কাউন্সিলর লিপিকা মান্না এবং বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। বাড়ি ভাঙচুর, বোমাবাজির সাক্ষী থেকেছে এলাকার মানুষ। সুশান্ত ঘোষ পূর্বে ১০৭ এর কাউন্সিলর থাকলেও এখন পাশের ওয়ার্ড ১০৮ এর কাউন্সিলর। 


অসীম বিশ্বাসের জানিয়েছেন, ‘‘তৃণমূলের নিজেদের মধ্যে বখরা, তোলাবাজির ভাগ নিয়ে তীব্র গোষ্ঠী কোন্দল রয়েছে। এর মধ্যে বিগত কয়েক মাসে দলের বিভিন্ন কর্মসূচি ধারাবাহিক ভাবে চলে আসছে। এলাকার নতুন অংশ এই কাজে এগিয়ে আসছেন। যা তৃণমূলের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এই আতঙ্কের কারণে দোকানের ওপর ওরা আক্রমণ চালিয়েছে।’’
এলাকার মানুষ জানিয়েছেন এদিন সকালে প্রায় একশোটি বাইকে করে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে দোকানে ভাঙচুর করে। দোকানের পাশাপাশি অসীম বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালায় তারা।

Comments :0

Login to leave a comment