চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গেট মিটিং। বাগান শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি সহ নানান দাবির ভিত্তিতে লাগাদার আন্দোলনের ডাক দিলো চা বাগান মজদুর ইউনিয়ন। ঘটনাটি মেটেলি ব্লকের ছাওয়াফেলির প্রজেক্ট চা বাগানের। সোমবার সকালে বাগানের ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিং করা হয়। মিটিংয়ের পর শ্রমিকরা বাগান ম্যানেজারের কাছে গিয়ে দাবির বিষয়ে জানান ও লাগাদার আন্দোলনের কথা বলেন। ছাওয়াফেলি প্রোজেক্ট চা বাগানে বর্তমানে শ্রমিকদের দৈনিক ১৯৩ টাকা মজুরি দেওয়া হচ্ছে।
অন্যান্য ছোট চা বাগানের মতো এখানেও ২৩২ টাকা মজুরি দিতে হবে। শ্রমিকদের পিএফ, গ্রাচুয়েটি দেওয়া হচ্ছে না। বেশ কিছুদিন আগে মালবাজার শ্রম আধিকারিকের অফিসে ৩ টি বৈঠক হলেও কোনো সমাধান সূত্রে বের হয় নি। বৈঠকে মালিকপক্ষ উপস্থিত হয় নি। মালিকপক্ষ দাবির বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। এদিনের গেট মিটিংয়ে উপস্থিত সংগঠনের কেন্দ্রীয় নেতা জিয়াউল আলম বলেন, এর আগে ৩ টি বৈঠক ডাকা হলেও মালিকপক্ষ উপস্থিত না হওয়ায় সমাধান হচ্ছে না। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। বাগান ভালোভাবে চলুক। এবিষয়ে বাগানের ম্যানেজার রাধাকৃষ্ণ দাস জানান ,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এই চা বাগানে প্রায় তিন শতাধিক শ্রমিক আছেন। এদিন গেট মিটিংয়ের পর শ্রমিকরা ফের কাজে যোগদান করেন।
Comments :0