সার্কাসে বাঘেদের প্রশিক্ষন দেওয়ার সময় প্রশিক্ষকের ঘারে লাফ দিয়ে পড়ল বাঘ, কোনও মতো প্রানে বাঁচলেন। ইতালির লিসি শহরে রোমহর্ষক এই মুহুর্ত ক্যামেরা বন্দি করেন উপস্থিত থাকা দর্শকরা। মুহুর্তে ভাইরাল যায় সেই ভিডিও। দেখা যায় টেবিলের ওপর বসে থাকা একটি বাঘকে নির্দেশ দিচ্ছিলেন ট্রেনার ইভান ওরফেই সেসময় পেছন থেকে তার ওপরে ঝাপিয়ে পরে আরেকটি বাঘ। প্রথমে তার পায়ে পরে ঘাড়ে কামড়ে ধরে। তারপর ঘাড়ে চেপে বসিয়ে দেয় তার ধারালো দাঁত। যন্ত্রনায় কাতরাতে থাকেন ৩১ বছরেরে ইভান।
কিছু পরে পেছন ইভানের সহকারি বাঘটিকে সরানোর জন্য টেবিল দিয়ে মারতে থাকে। বেশ কিছুক্ষন পর বাঘটি ইভানকে ছেড়ে দেয়। তারপর আহত প্রশিক্ষককে নিয়ে যাওয়া হয় লিসি শহরের ভিতো ফাজি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছে তার হাতে, ঘাড়ে ও পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
Comments :0