Trump and India

ট্রাম্প: উভয় সঙ্কটে ভারত

সম্পাদকীয় বিভাগ

আমেরিকার নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মহাসঙ্কটে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। ট্রাম্পকে এবং তাঁর প্রশাসনকে না পারছে গিলতে না পারছে ওগরাতে। ট্রাম্পের প্রথম দফার শাসনে তাঁকে নিয়ে অনেক নাচানাচি করেছে মোদী সরকার। দেশে দেশে করোনা ছড়িয়ে পড়লেও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা জারি হওয়া সত্ত্বেও মোদী সরকার সেসব ধাপা চাপা দিয়ে ট্রাম্পকে ডেকে এনে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছিল ‘নমস্তে ট্রাম্প’ নাম দিয়ে। গুজরাটে মোদীর নিজের নামাঙ্কিত নতুন সুবিশাল স্টেডিয়ামে লক্ষাধিক মানুষকে জড়ো করা হয়েছিল করোনা সতর্কতা অগ্রাহ্য করেই। তারও আগে আমেরিকা সফরে গিয়ে ট্রাম্পের জন্য ভোট চেয়ে ভাষণও দিয়েছিলেন। এমনও বলেছিলেন যে ট্রাম্প তাঁর অত্যন্ত ঘনিষ্ট বন্ধু। তখন অবশ্য অভিবাসন, বিশ্ব বাণিজ্য ইত্যাদি নিয়ে আজকের মতো এতটা আক্রমণাত্মক ছিলেন না। ডোনাল্ড ট্রাম্প এবার কোনোরকম ঢাক ঢাক গুড় গুড় না করে সরাসরি যে নীতি ঘোষণা করছেন এবং যে পদক্ষেপ নিতে শুরু করেছেন তাতে অন্যান্য অনেক দেশের সঙ্গে মহা ফাঁপরে পড়েছে ভারতও।
আসলে উদার বাণিজ্য ব্যবস্থার তিন দশক অতিক্রান্ত হবার পর এখন ট্রাম্পের মতো রক্ষণশীল অতি দক্ষিণপন্থী নেতারা এবং তাদের সহযোগী কিছু মার্কিন কর্পোরেট কর্নধাররা মনে করছেন উদারনীতির কারণেই মার্কিন অর্থনীতির বিশ্ব কর্তৃত্বের জায়গাটা দুর্বল হয়ে পড়েছে। ম্যানুফ্যাকচারিংয়ের শিল্পে আমেরিকা পিছিয়ে পড়ছে। মার্কিন বাজার দখল করে নিয়েছে বিদেশি পণ্য। আমদানি-রপ্তানি বাণিজ্যে আমেরিকার ঘাটতি হু হু করে বাড়ছে। এমনিতে মার্কিন নাগরিকরা ঠিকঠাক কাজ পাচ্ছে না ও মজুরি পাচ্ছে না, তারপর বিদেশিরা এসে শ্রমের বাজারের অনেকটাই দখল করে নিয়েছে।
এই অবস্থায় ট্রাম্পের দাওয়াই বিদেশিদের আমেরিকায় ঢোকা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, নানা ছল চাতুরির আশ্রয় নিয়ে আমদানি পণ্যে অতি উচ্চহারে শুল্ক চাপানো হবে। বিনিয়োগকারীরা অন্য দেশে পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে বিক্রি করতে হলে বিপুল করের ধাক্কা সইতে হবে। আর যদি আমেরিকায় লগ্নি করে আমেরিকায় পণ্য উৎপাদন করে তাহলে করছাড় পাবে। অর্থাৎ ডব্লিওটিও’র মাধ্যমে বিশ্বজুড়ে যে বিধি মাফিক উদার বাণিজ্য প্রসারিত হয়েছে তাকে ভেঙে ফেলতে চাইছে ট্রাম্পরা। ট্রাম্পের এমন নীতির বড়সড় ধাক্কা আসতে পারে ভারতে। রপ্তানিতে এমনিতেই ভারত দুর্বল। এবার আমেরিকায় রপ্তানি ধাক্কা খেলে বাণিজ্য ঘাটতি আরও বাড়বে। চীন, রাশিয়া, ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়ায় তেল আমদানিতেও খরচ বাড়বে। তাছাড়া ট্রাম্পের পদক্ষেপে বিশ্ব বাণিজ্য ও আঞ্চলিক ভারসাম্যে যে অস্থিরতা তৈরি হবে তার ধা‍‌ক্কাও অনেকটা পড়বে ভারতে। ফলে ভারতে অর্থনীতির সঙ্কট বাড়বে। এই অবস্থায় বিপদের আঁচ পেয়েও মুখে রা কাড়ার সাহস পাচ্ছেন না মোদীরা। আসলে মোদী জমানায় ভারতের প্রতিরক্ষা ও বিদেশ নীতির অভিমুখ যেভাবে বদলেছে তাতে ভারত আগের থেকে অনেক বেশি আমেরিকা নির্ভর হয়ে পড়েছে। মোদীরা সামরিক শক্তি বাড়িয়ে, মার্কিন নিয়ন্ত্রিত বিভিন্ন জোটের শরিক হয়ে বিশ্ব শক্তি হবার যে স্বপ্ন দেখছে তা মাঠে মারা যাবে ট্রাম্পকে চটালে। তাই কিল খেয়ে হজম করা ছাড়া গতি নেই।

Comments :0

Login to leave a comment