ইউক্রেনে রাজধানী কিভের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার। ঘটনাস্থলে মৃত্যু হয় ইউক্রেনের অভ্যন্তরীন নিরাপত্তামন্ত্রী সহ ১৮ জনের। নিহতদের তালিকায় রয়েছে দুই শিশুও। হেলিকপ্টার দুর্ঘটনা ও মন্ত্রী সহ ১৮ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইউক্রেনের ন্যাশনাল পুলিশের প্রধান ইগর কিমেঙ্কো। তিনি বলেন, হেলিকপ্টার ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ঘটনাস্থলে। দাউদাউ করে জ্বলতে থাকে চারপাশ।
ইতিমধ্যেই ওই দুর্ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে আগুন ও ধোঁয়ার আতঙ্কে স্থানীয় মানুষ ছুটোছুটি শুরু করেছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারী দল। যদিও হেলিকপ্টারটি কেন বা কীভাবে ভেঙে পড়েছে সেই বিষয়ে স্পষ্ট নয়।
ইউক্রেন প্রশাসন সূত্রে খবর, বুধবার সকালে ইউক্রেনের কিভের কাছে ব্রোভারি শহরে একটি হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে পড়ে। শিশুদের স্কুলের সামনেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ঘটনায় এক মন্ত্রী সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
Comments :0