‘অলৌকিক ক্ষমতাধর’ বলে প্রচার করে জমেছিল লোক। অনুষ্ঠানের শেষে থানায় দল বেঁধে হাজির মহিলারা। খোয়া গিয়েছে ৩৬ মহিলার সোনার চেন। সব মিলিয়ে দাম প্রায় ৪.৮৭ লক্ষ টাকা।
মধ্য প্রদেশের ধীরেন্র্ কৃষ্ণ শাস্রী। র ধর্মীয় ভাষণ অনুষ্ঠান গিয়ে উত্তেজনা ছড়িয়েছে মহারাষ্রেো র থানেতে। তার মূলে যদিও চেন চুরির অভিযোগ প্রধান নয়। যুক্তিবাদী একাধিক সংগঠন চিঠি দিয়েছিল থানের মীরা রোড থানার পুলিশকে। চিঠিতে বলা হয়, বুজরুকি ছড়ানো হলে প্রতিবাদ হবে। পুলিশ তাই সংগঠকদের জানিয়েছিল ‘বাবা’ যাতে বিতর্কিত মন্তব্য না করেন তা নিশ্চিত করতে হবে।
মধ্য প্রদেশের ভাগেশ্বর ধামের মঠপ্রধান এই ধীরেন্র্ত কৃষ্ণ শাস্রী হ। ‘অলৌকিক ক্ষমতা’ নিয়ে তাঁর অনুগামীরা প্রচার করে লোক জমিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। তবে সরাসরি শাস্রী জকে চ্যালেঞ্জ ছোঁড়েন মহারাষ্রে রর এক যুক্তিবাদী ও বিজ্ঞান আন্দোলনের কর্মী শ্যাম মানব। সরাসরি তিনি বলেছিলেন তাঁর সামনে ‘অলৌকিক’ কিছু করে দেখান শাস্রীন । যুক্তিবাদী ও বিজ্ঞান আন্দোলনের কর্মীরা বলেছেন, লোক ঠকাতে এসব বুজরুকি ছাড়া কিছু নয়। কুসংস্কার এবং অন্ধত্ব বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। কুপ্রথার শিকার হয়ে হেনস্তার মুখে পড়ছেন বহু মানুষ। এসব বন্ধ করা প্রশাসনের কাজ। সংগঠিত হচ্ছে কুসংস্কারের প্রচার।
শাস্রীকা আবার হুমকি দিয়েছেন। বলেছেন, ‘রামরাজ্য প্রতিষ্ঠা হবে দেশে। এখন তাঁকে খাটো করছে এমন কাউকে তখন ছেড়ে দেব না।’
তবে থানে ছাড়িয়ে বহু জায়গায় আলোচনায় রয়েছে লোক জমিয়ে চেন চুরির বৃত্তান্ত। মীরা রোড থানায় শনিবার মাঝরাতে ৩৬ মহিলা, তাঁদের পরিবারসহ বিরাট ভিড় প্রতিকার চেয়ে ভিড় করেছিলেন। বিক্ষোভ হয় মীরা রোড থানায়।
Comments :0