DYFI TMC MAGRAHAT

মগরাহাটে ডিওয়াইএফআই-এ যোগ তৃণমূলের নেতা, কর্মীদের

জেলা

রবিবার মগরাহাটে ডিওয়াইএফআই’র পতাকা তুলে দিচ্ছেন অপর্ণা ব্যানার্জি ও সোমনাথ ঘোষ।

বীতশ্রদ্ধ হয়ে দল ছাড়লেন যুব তৃণমূলের নেতা ও কর্মীরা। রবিবার বছরের শেষ দিনে মগরাহাটে আয়োজিত ডিওয়াইএফআই’র প্রচার সভায় যোগ দিলেন তৃণমূলের এই ২০ কর্মী ও নেতা। 
মগরাহাটের মুল্টি চাঁদপুর বাজারে ডিওয়াইএফআই মগরাহাট আঞ্চলিক কমিটির উদ্যোগে ৭ জানুয়ারি’র ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে প্রচার সভা হয়। এই সভায় যোগ দেন যুব তৃণমূলের নেতা ও কর্মীরা। 
সভা মঞ্চে মূলটি অঞ্চলের যুব তৃণমূল নেতা সাইফুল সরদারসহ অন্যান্য কর্মীরা ডিওয়াইএফআই’র ঝান্ডা হাতে নেন। যুব আন্দোলনকে শক্তিশালী গড়ে তোলার শপথ গ্রহণ করেন। তাঁদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন ডিওয়াইএফআই’র প্রাক্তন রাজ্যনেত্রী অপর্ণা ব্যানার্জি ও সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সোমনাথ ঘোষ। 
সভায় বক্তব্য রাখেন লাহেক আলি, জাহাঙ্গীর আলম, চন্দন সাহাও। সভা পরিচালনা করেন সৌরভ গড়গড়ি। 

Comments :0

Login to leave a comment