নিয়োগ দূর্নীতি মামলায় এবার তৃণমূল সাংসদ অভিষেক ব্যনার্জীকে হাজিরার নির্দেশ দিল সিবিআই। শনিবার সকাল ১১টায় তাকে নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দিল সিবিআই। নোটিস পেয়েই জেলায় তৃণমূলের কর্মসূচি বন্ধ রেখে শুক্রবার রাতেই কলকাতায় ফিরছেন অভিষেক ব্যনার্জী।
এদিকে শুক্রবার ইডি-সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এড়াতে হাইকোর্টে মামলা করেছিল অভিষেকের আইনজীবী। কিন্তু এদিন সেই মামলা শোনেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের কাছে দ্রুত শুনানীর আর্জি করা হলে তা ফিরিয়ে দেন বিচারপতি সুব্রত তালুকদার। তিনি পাল্টা বলেন দ্রুত শুনানী সম্ভব নয়। তরপরে মামলা ফেরৎ যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে। সুতরাং নতুন বেঞ্চ গঠিত না হওয়া পর্যন্ত পরবর্তী শুনানী সম্ভব নয়। ফলে ইডি-সিবিআই’র তাকে জিজ্ঞাসাবাদ করার ওপর আর কোনও বাঁধা থাকলা না।
গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃততা সিনহার বেঞ্চ রায় দেয় যে অভিষেককে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতেই পারে সিবিআই-ইডি। সঙ্গে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক। কিন্তু, শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ জানিয়ে দেয়, শুক্রবারই দ্রুত শুনানি করা সম্ভব নয়
Comments :0