সংস্থার সিইও এন্ডি জ্যাসি বুধবার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষনা করেন। তিনি জানিয়েছেন যে গোটা বিশ্বের মধ্যে ইউরোপে সব থেকে বেশি কর্মী ছাঁটাই হবে। আগামী ১৮ জানুয়ারি থেকে এই প্রক্রিয়া চালু হবে বলে আমাজন সূত্রে খবর।
গত বছর নভেম্বর একই ভাবে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল আমাজন। উল্লেখ্য করোনা অতিমারির সময় উৎসবের মরসুমে অনলাইনে ডেলিভারি চাহিদা বেশি থাকার কারণে বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করে আমাজন। কিন্তু চাহিদা যখনই কমেছে তখনই ছাঁটাইয়ের পথে হেঁটেছে আমাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা গুলি।
Comments :0