Army Day

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সেনা দিবসের কুচকাওয়াজ

জাতীয়

৭৫ বছরে প্রথম সেনা দিবসের (Army Day) কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে চলেছে দিল্লির বাইরে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবছর সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। ১৯৪৯ সাল থেকে প্রতিবছর ১৫ জানুয়ারি দিল্লিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে আসছে।
সেনা প্রধান মনোজ পান্ডে কুচকাওয়াজ পর্যালোচনা করবেন এবং বীরত্ব পুরষ্কার প্রদান করবেন। যার পরে আর্মি সার্ভিস কর্পস টর্নেডো দ্বারা একটি সাহসী মোটরসাইকেল প্রদর্শনী, প্যারাট্রুপারদের একটি স্কাইডাইভিং প্রদর্শনও হবে। 
জেনারেল (পরবর্তীতে ফিল্ড মার্শাল) কে এম ক্যারিয়াপ্পা ১৯৪৯ সালের শেষে ব্রিটিশ কমান্ডার-ইন-চীফ জেনারেল স্যার ফ্রান্সিস রবার্ট রয় বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছিলেন। সেই উপলক্ষে প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়।

Comments :0

Login to leave a comment