নির্দিষ্ট কোন ভৌগলিক খন্ডের বৈশিষ্ট সহ উৎপাদিত কোন ফসল, খাবার বা কোন শিল্পকে জিআই ট্যাগ (Geographical Indication Tag) স্বীকৃতি দেওয়া হয়। বাংলায় তৈরি রসগোল্লাও জিআই ট্যাগ পেয়েছে কয়েক বছর আগে।
প্রতিটা বাড়িতেই কম বেশি গামোছা ব্যাবহার করা হয়। এক ধরনের শুতির কাপড় যা বিভিন্ন ঘরোয়া কাজে ব্যাবহার করা হয়।
গামোছা জিআই স্বীকৃতি পাওয়ায় আসামের বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব টুইট করেছেন। অনেকের মতে আসামের গামছা শিল্পের সাথে যুক্ত শিল্পীরা গোটা বিশ্বের কাছে নিজের কাজের জন্য স্বীকৃতি পাবে।
Comments :0