Bhajanlal sharma

শপথ নিলেন ভজনলাল শর্মা

জাতীয়

রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভজনলাল শর্মা। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েই মুখ্যমন্ত্রী হলেন তিনি। এদিন জয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যপালের কাছে শপথ বাক্য পাঠ করেন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে ভজনলালের নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষনা করা হয়। এদিন ভজনলালের পাশাপাশি দুই উপ-মুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বাইরওয়া এবং দিয়া কুমারী শপথ নিয়েছেন। উল্লেখ্য জয়পুরের রাজ পরিবারের সদস্য দিয়া কুমারীর নাম উঠে এসেছিল মুখ্যমন্ত্রী হিসাবে। 

নরেন্দ্র মোদী ছাড়াও অমিত শাহ, রাজনাথ সিং এর মতো একাধিক প্রথমসারির বিজেপি নেতা এদিন উপস্থিত ছিলেন। 

 

Comments :0

Login to leave a comment