ফের বিহারের সারান (Saran) জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হল ৭ জনের জানিয়েছে বিহার (Bihar) পুলিশ। দোয়লা গ্রামে একত্রিত হয়ে প্রায় ২০ জন ব্যক্তি ওই বিষ মদ খেয়েছিলেন। বাড়ি ফেরার পথে তারা সকলেই অসুস্থ হয়ে পড়েন। পুলিশ জানিয়েছে অসুস্থদের মধ্যে মঙ্গলবার পাঁচ জনের মৃত্যু হয়। বাকি দু’জনের মৃত্যু হয়েছে বুধবার। আরও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে। যদিও বিহারের সংবাদ মাধ্যমের দাবি ৭ জন নয় মৃত্যু হয়েছে প্রায় ১৭ জনের।
২০১৬ (2016) সালের এপ্রিল থেকে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। কিন্তু হামেশাই সে রাজ্যে বিষমদ (Spurious Liquor)খেয়ে মৃত্যুর খবর আসে। প্রশাসনের তরফে জানা গিয়েছে বিহারের অন্যান্য জেলার মধ্যে সারান জেলাতে সর্বাধিক বিষমদ খেয়ে মৃত্যু হয়েছ গত এক বছরে। গত ৯ মাসে শুধু সারানেই প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বিষ মদ খেয়ে। এই ঘটনা নিয়ে বিহার বিধানসভাতেও তুমুল হই হট্টগোল হয়।
Comments :0