RESPIRATORY INFECTION

চীনের সংক্রমণ ছড়ায়নি দেশে, বিবৃতি দিয়ে জানাল কেন্দ্র

জাতীয়

INFLUENZA RESPIRATORY INFECTION BENGALI NEWS

দিল্লি এআইআইএমএস’এ চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর মাসে খোঁজ পাওয়া ৭টি ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের সঙ্গে বিশ্বের অন্যান্য প্রান্তে, বিশেষ করে চীনে হওয়া ব্যাকটেরিয়া সংক্রমণের কোনও সংযোগ নেই। এই সংক্রান্ত সমস্ত প্রচার ভুল।  বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, একটি গবেষণার অঙ্গ হিসেবে চলা পরীক্ষার সময় এআইআইএমএস’এ ওই ৭টি সংক্রমণের খোঁজ মিলেছিল। এই সংক্রমণের জেরে কোনও স্বাস্থ্যসঙ্কট হওয়ার সম্ভাবনা নেই। এই সংক্রান্ত সমস্ত আশঙ্কা ভিত্তিহীন। 

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘সাম্প্রতিক সময়ে একটি সর্বভারতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিনে হওয়া শিশুদের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণের সঙ্গে এআইআইএমএস’এ খোঁজ পাওয়া ৭টি সংক্রমণের যোগসূত্র রয়েছে। এই তথ্য এবং সেই সংক্রান্ত প্রতিবেদন ভুল।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘ ৭টি সংক্রমণের সঙ্গে চীন সহ বিশ্বের অন্যান্য প্রান্তে শিশুদের মধ্যে বৃদ্ধি পাওয়া শ্বাসনালী বা ‘রেসপিরেটরি’ সংক্রমণের কোনও সম্পর্ক নেই।’’

এআইআইএমএস জানাচ্ছে, চীন সহ বিশ্বের অন্যান্য প্রান্তে মাইকোপ্লাজমা নিউমুনিয়া’র ফলে শিশুদের মধ্যে রেসপিরেটরি সংক্রমণ বাড়ছে। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অঙ্গ হিসেবে এআইআইএমএস—এ হওয়া গবেষণায় এই রোগের একটিও নমুনা পাওয়া যায়নি। গবেষণার অঙ্গ হিসেবে মোট ৬১১টি নমুনা পরীক্ষা করা হয়। 

চিকিৎসকরা জানাচ্ছেন, নিউমুনিয়ার মধ্যে ১৫-৩০ শতাংশ মাইকোপ্লাজমা নিউমুনিয়া গোত্রে পড়ে। এরজন্য দায়ী ব্যাকটেরিয়া একেবারেই বিরল প্রজাতির নয়। 

বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, ‘‘মাইকোপ্লাজমা নিউমুনিয়া আক্রান্ত রোগীর খোঁজ দেশের কোথাও মেলেনি। প্রতিদিন এই সংক্রান্ত তথ্যের জন্য সমস্ত রাজ্যের স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র।’’

 

Comments :0

Login to leave a comment