নিয়োগ দুর্নীতিতে নিজেদের গা বাঁচাতে বামফ্রন্ট আমলে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ নিয়ে সরব হয়েছে তৃণমূল। কখনও উদয়ন গুহ, কখনও তাপস চট্টোপাধ্যায়ের মতো দল বদল করা নেতাদের দিয়ে সংবাদমাধ্যমে কিছু কথা তুলে ধরছে শাসক দল। কিন্তু এখনও পর্যন্ত কোন কিছুই তারা প্রমান করতে পারেনি।
এরই মধ্যে সোশাল মিডিয়াকে হাতিয়ার করে শুক্রবার শাসক দলকে একের পর এক মন্ত্রী নেতার সম্পত্তি বাড়ার খতিয়ান তুলে ধরে চাপে ফেলেছে সিপিআই(এম)। ইতিমধ্যে #ChorTMC নাম দিয়ে ফেসবুক, টুইটারের মতো বিভিন্ন সমাজিকমাধ্যমে পোস্ট করছেন সিপিআই(এম) নেতা কর্মীরা। টুইটারের পরিসংখ্যান অনুযায়ী সর্বভারতীয় স্তরে এই ট্রেন্ড ২৮ নম্বর স্থান অধিকার করে (সময়ের সাথে সাথে এই অবস্থান বদলাতে থাকে)।
এর পূর্বে সিপিআই(এম)’র পক্ষ থেকে পাহাড়ায় পাবলিক কর্মসূচি চালু করা হয় সেখানে রাজ্যে একাধিক মন্ত্রীর সম্পত্তি বাড়ার খতিয়ান তুলে ধরা হয়েছে।
Comments :0