Cold Wave in Delhi

দিল্লিতে শৈত্য প্রবাহের জেরে পারদ নামল ৫’র নিচে

জাতীয়

ফের শৈত্য  প্রবাহ দিল্লিতে, পারদ নামল ৪.৭ ডিগ্রিতে। উত্তর ভারতে শৈত্য  প্রবাহ হবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এদিন শৈত্য  প্রবাহের সঙ্গে ছিল ঘন কুয়াশা। রববিবার সকাল ৬টায় ইন্দিরা গান্ধী  আন্তর্জাতিক বিমান বন্দরে দৃশ্যমানতা ২০০ তে নেমে আসে। বেশ কয়েকটি বিমান দেরি তে ওড়ে।


গত সপ্তাহে দিল্লির তাপমাত্রা ১’ডিগ্রির কাছাকাছি নেমে আসে। তারপরে পশ্চিমি ঝঞ্ঝার জন্য জেরে কিছুটা গরম পড়ে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ কাছাকাছি চলে আসে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের পারদ নামতে থাকে। আগামী দুদিন আরও তাপমাত্রা নামবে বলে জানা গিয়েছ তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে।

Comments :0

Login to leave a comment