২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিভিন্ন দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কাছেও।
পলিট ব্যুরো বলেছে সিপিআই(এম) সব ধর্মকে সম্মানের চোখে দেখে প্রত্যেকের বিশ্বাসকে সুরক্ষিত রাখার নীতি নিয়ে চলে। পলিট ব্যুরো বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক যে আরএসএস এবং বিজেপি একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রীয় মদতপুষ্ট কর্মসূচিতে পরিনত করেছে। সরাসরি তার মধ্যে যুক্ত রয়েছেন প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সরকারের বিভিন্ন পদে আসীন ব্যক্তিরা। সুপ্রিম কোর্ট একাধিক সময় বলেছে, প্রশাসন পরিচালনার অন্যতম মৌলিক নীতি হলো সংবিধান অনুযায়ী রাষ্ট্রের কোন ধর্মীয় পরিচিতি থাকবে না। এই অনুষ্ঠানে সেই নীতিকে ভাঙা হচ্ছে।
Comments :0