SUPREME COURT

সুপ্রিম কোর্টে ফের পিছালো ডিএ’র শুনানি

জাতীয় রাজ্য

da government employees teachers tmc government bengali news

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি। আগামী ১১ এপ্রিল শুনানির দিন ধার্য হয়েছে। শুনানি পিছিয়ে যাওয়া প্রসঙ্গে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘আদালতের নিজস্ব ব্যস্ততার জন্য এদিন মামলার শুনানি হয়নি। 

অন্যান্য গুরুত্বপূর্ণ মামলা এদিন এই বেঞ্চ শুনছে বলে ডিএ মামলার শুনানি হয়নি। সুপ্রীম কোর্ট ও কলকাতা হাইকোর্টে এই ধরণের ঘটনা স্বাভাবিক।’’ এদিন বিচারপতি ঋষিকেষ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে ডিএ মামলার শুনানি ছিল। 

সব পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। শুনানির জন্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা বিচারপতিদের কাছে অনুরোধও জানান। কিন্তু গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য এদিন ডিএ মামলা শুনতে চাননি বিচারপতিরা। আগামী ১১এপ্রিল পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। শুনানি পিছিয়ে যাওয়ার পর রাজ্য প্রশাসন কিছুটা হলেও আরও কিছুদিনের স্বস্তিতে।


 

Comments :0

Login to leave a comment