winter delhi kolkata

দিল্লির তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১.৪ ডিগ্রিতে

জাতীয়

প্রবল শৌত্য প্রবাহের কারণে ১.৪ ডিগ্রি সেলসিয়াসে নামলো দিল্লির তাপমাত্রা। দিল্লি সহ গোটা উত্তর ভারতে শৌত্য প্রবাহে কাঁপছে। গত ৫ থেকে ৯ জানুয়ারি প্রবল শৌত্য প্রবাহের সাক্ষী থেকেছে দিল্লি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েক দিন উত্তর ভারতে এই ঠান্ডা বজায় থাকবে। ইতিমধ্যে দিল্লিতে ১৭ এবং ১৮ জানুয়ারি কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

দিল্লির পাশাপাশি কলকাতাতেও কিছুটা নেমেছে তাপমাত্রা। সোমবার শহবের তাপমাত্রা কমে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। পৌষের শেষের দিকে ঠান্ডার আমেজ না থাকলেও মাঘের শুরুতে কিছুটা আমেজ ফিরেছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনে নামবে শহরের তাপমাত্রা। তবে শুধু কলকাতা নয় জেলা গুলিতেও নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের ঠান্ডার কামড় অনুভব করা যাবে।  

Comments :0

Login to leave a comment