মহুয়া মৈত্রের সাংসদপদ কেড়ে নেওয়ার সুপারিশ করল লোকসভা এথিক্স কমিটি। বৃহস্পতিবার ১৫ সদস্যের কমিটির বৈঠকে সুপারিশ গৃহীত হয়েছে। সুপারিশ পাঠানো হবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে।
তৃণমূল কংগ্রেসের এই সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। 'দেশের সুরক্ষা বিপদে ফেলে সংসদীয় ওয়েবসাইটে নিজের লগ ইন, পাসওয়ার্ড ব্যবসায়ী দর্শন হিরনন্দানিকে দিয়েছেন মৈত্র। অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী এবং আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তুলেছেন, লোকসভার অধ্যক্ষকে লেখেন দুবে। মহুয়া বিতর্কে প্রায় নীরব তৃণমূল। আদানি নিয়ে বিতর্কের জন্য দলের এমন অবস্থান বলে মত পর্যবেক্ষকদের।
তবে এদিন অভিষেক ইডি দপ্তর থেকে বেরিয়ে বলেন, ‘‘মহুয়া নিজের লড়াই নিজে লড়তে জানেন।’’ অনেকে মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে দল কোনও দায় নিতে চাইছে না এই বিষয়।
বিএসপি সাংসদ দানিশ আলিকে তিরস্কারেরও সুপারিশ করেছে এথিক্স কমিটি। গত ২ নভেম্বর কমিটির বৈঠকে হিরনন্দানির সঙ্গে সম্পর্ক ঘিরে মহুয়াকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়। বিরোধী সাংসদরা ওয়াক আউট করেন। তার মধ্যে ছিলেন দানিশও।
টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ তুললেও তা কিন্তু প্রাঙন করতে পারেনি কমিটি। তদন্ত চালাতে বলেছে কমিটির রিপোর্ট। অথচ সেই দায়ে সাংসদের পদ কেড়ে নেওয়ার সুপারিশ পাঠানো হলো।
কমিটির বৈঠকে এদিন সব সদস্য হাজির ছিলেন না। কমিটিতো বিজেপি’র সদস্য রয়েছেন ৭ জন।
Comments :0