হাবরার রেল লাইনের ধারে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। আগুন লাগার ফলে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে হাবরার রেল লাইনের ধারে থাকা নেহেরু বাগের ঝুপড়ি গুলো। দুঘন্টা পার হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে দমকলের মাত্র তিনটি ইঞ্জিন। শেষ সম্বলটুকু বাঁচাতে দমকলের সঙ্গে হাত মিলিয়েছে ঝুপড়ির বাসিন্দারা। এত বড় আগুন অথচ তা সামাল দিতে মাত্র দুটো ইঞ্জিন আসায় যথেষ্ট বিক্ষুব্ধ হন ঝুপড়ির বাসিন্দারা।
এদিকে আগুন লাগার ঘটনায় সম্পূর্ণ বন্ধ রয়েছে শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন। ফলে চরম দূর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা। বাড়ি ফিরবেন কীভাবে দুশ্চিন্তায় বহু মানুষ। ট্রেন বন্ধ থাকায় বাসে চড়ে ফিরছে বহু মানুষ। ভিড়ে ঠাসা বাসে বাদুর ঝোলা হয়ে ফিরতে বাধ্য হচ্ছে নিত্য যাত্রীরা। রেল কর্তৃপক্ষের অব্যবস্থার জন্য ক্ষুব্ধ নিত্য যাত্রীরা। অন্তত পক্ষে বারাসত অবধি ট্রেন চালানো যেত বলে অনেকেউ উষ্মা প্রকাশ করেছেন। কতক্ষনে স্বাভাবিক হবে ট্রেন চলাচল তা সঠিক ভাবে জানায়নি রেল কর্তৃপক্ষ।
Comments :0