Omar Abdullah

জনগণ সাথে থাকলে শেষ হবে সন্ত্রাসবাদ : ওমার আবদুল্লা

জাতীয়

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাশ্মীরের সব মানুষ ঐক্যবদ্ধ। এই ঐক্যের মাধ্যমেই কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হবে। জনগণ যখন প্রশাসনের সাথে থাকবে তখন সন্ত্রাস শেষ হবে’ সোমবার একথা বলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা। ২২ এপ্রিল কাশ্মীরের গহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকেন অধ্যক্ষ। সেখানে এই কথা বলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। 
সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, অরুণাচল থেকে গুজরাট, জম্মু থেকে কাশ্মীর থেকে কেরালা, পুরো দেশ এই হামলার কবলে পড়েছে।’’

বিধানসভায় তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর কোন ভাষা নেই। আবদুল্লা জানান জম্মু কাশ্মীরের পুলিশ রাজ্য সরকারের অধিনে নয়। তিনি বলেন, ‘‘একজন মুখ্যমন্ত্রী হিসাবে, পর্যটন মন্ত্রী হিসাবে পর্যটকদের এখানে আসার জন্য অনুরোধ জানাতে পারি। তাদের নিরাপদ ভাবে বাড়ি পাঠানো আমার দায়িত্ব। কিন্তু এই কাজে ব্যার্থ হয়েছি, ক্ষমা চাওয়ার কোন ভাষা নেই।’’
এই হামলার পেছনের সন্ত্রাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘যারা এই দাবি করেছে তারা আমাদের জন্যই করেছে। কিন্তু আমরা কি এটা চেয়েছিলাম? আমরা কি বলেছিলাম যে এই ২৬ জনকে কফিনে করে ফেরত পাঠানো উচিত? আমরা কি এতে একমত? আমাদের কেউই এই হামলার সাথে নেই।’’

তিনি আরও বলেন, দুই জম্মু ও কাশ্মীরের মানুষ এত বড় হামলার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। কাঠুয়া থেকে কুপওয়ারা পর্যন্ত, এমন কোনও শহর বা গ্রাম নেই যেখানে মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে, এমন কিছু করা উচিত নয় যা মানুষকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের এমন কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয় যা এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আঘাত করে। আমরা বন্দুক দিয়ে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমরা এটি শেষ করতে পারি না। জনগণ যখন আমাদের সাথে থাকবে তখন এটি শেষ হবে।’’

Comments :0

Login to leave a comment